আজ কোজাগরী লক্ষী পূজা-- ঘরে ঘরে চলছে আয়োজন


গোপাল চন্দ্র দে॥ 
আজ ৫ অক্টোবর (বৃহস্পতিবার) লক্ষ্মী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। হিন্দু সম্প্রদায়ের ধন-সম্পদের দেবী লক্ষ্মীকে উপাসনার দিন আজ। সকাল থেকেই ভোলার হিন্দুধর্মবলম্বীদের ঘরে ঘরে চলছে মায়ের পূজোর আয়োজন।


শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মী পূজা উদযাপন করে থাকে। এবারের পূর্ণিমা তিথি গতকাল (বুধবার) রাত থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার রাতে শেষ হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। ঘরে ঘরে মা লক্ষ্মী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হন। ভক্তের ডাকে সাড়া দিয়ে এ দিন লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন। সঙ্গে থাকে বাহন পেঁচা এবং হাতে থাকে শস্যের ভাড়। প্রায় প্রতিটি বাঙালী হিন্দুর ঘরে ঘরে লক্ষ্মীপূজা করা হয়। আজ সারাদেশের বিভিন্ন মন্দির ও মন্ডপের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে। পূজা-অর্চনার পাশাপাশি ঘর-বাড়ির আঙিনায় আঁকা হবে লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা।

ভোলার লক্ষী দেবীর মন্দির মন্দির সহ সকল হিন্দুধর্মাবল্মীদের ঘরে ঘরে এ পূজা অনুষ্ঠিত হবে জানিয়েছে ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন