ভোলায় সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দিয়ে বিপকে রয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার


ভোলা টুডে রিপোর্ট ।।
 ভোলায় সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দিয়ে বিপাকে রয়েছে মুক্তিযোদ্ধা পরিবার। গতকাল ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: আবুল পূর্ব বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তিযোদ্ধা সন্তান রাকিবুল হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার ১৭ দিন পরও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা করায় আসামীরা প্রকাশে রাকিবুলের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে এবং মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন আহত রাকিবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হাসেম।


সংবাদ সম্মেলনে আবুল হাসেম তার লিখিত অভিযোগে বলেন, গত ইউপি নির্বাচনে ভোলা আলী নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো: বশির আহমেদের সাথে আবুল হাসান ও তার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুলের বিরোধ বাধে। ওই বিরোধের জের ধরে ১৫ অক্টোবর ভোলার পিটিআই এলাকায় একা পেয়ে রাকিবুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে একদল চিহ্নিত সন্ত্রাসী। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে রাকিবুল বরিশার শেবাচিমে চিকিৎসাধিন রয়েছে। এদিকে তার ছেলের উপর হামলাকারী আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে আবুল হাসেম অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান বশির আহমেদ প্রভাব খাটিয়ে আসামী গ্রেফতারে বাধা দিচ্ছে। এমনকি মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন লোকজন দিয়ে তাকে হুমকি দয়া হচ্ছে।

ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বশির আহমেদ জানান, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন