আদিল হোসেন তপু ॥
“উন্নয়নের অক্সিজেন রাজস্ব ; জনকল্যাণে রাজস্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।
আজ ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় মেলার উদ্ধোধন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। ভোলার যুগ্ন কর কমিশনার মোঃ আবুল বাসার আকন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিম প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক আভিনাশ নন্দী।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী তালহা তালুকদার বাাঁধন।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থেই কর প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সকলকে নিয়মিত কর প্রদান করার জন্য বক্তারা আহ্বান জানিয়েছেন।
মেলার আয়োজকরা জানান, আগামী ৫ নভেম্বর (রবিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ মেলা চলবে।
প্রথম দিনে মেলায় ছিলো করদাতাদের ভিড়।