ভোলায় বিশাল আনন্দ শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আদিল হোসেন তপু ॥
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেক্সর মেমোরি অফ দ্যা ওয়াল্ড ইন্টার ন্যাশনাল রেজিষ্ট্রারে অর্ন্তভূক্ত হওয়ায় আজ শনিবার সকালে ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শহরের বিশাল এক আনন্দ শোভযাত্রা ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


আজ ২৫ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় ভোলা সরকারি স্কুল মাঠ থেকে বিশাল আনন্দ র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি স্কুল মাঠের শহীদ মিনার প্রঙ্গরে গিয়ে শেষ হয়।  এসময় র‌্যালীতে ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

পরে  ভোলা সরকারিস্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন