ভোলায় জাতীয় দলের জনপ্রিয় ফুটবলার মোশারেফ হোসেন টুটুলের ১২তম মৃত্যু বার্ষিকী পালন


ভোলা টুডে রিপোর্ট॥
ভোলায় জাতীয় ফুটবল দলের জনপ্রিয় ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুলের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় টুটুল মেমোরিয়াল কাবের আয়োজনে শহরের গাজীপুর রোডস্থ মক্কী মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম মোশারেফ হোসেন টুটুল বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর ভাতিজা ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের বড় ভাই। জনপ্রিয় এই ফুটবল তারকা ২০০৫ সালের ৪ নভেম্বর ঢাকার মহাখালীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। তার মৃত্যু বার্ষিকীতে ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তাঁর ছোট ভাই মইনুল হোসেন বিপ্লব জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

দোয়া মাহফিলে জনপ্রিয় এ ফুটবল তারকার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টুটুল মেমোরিয়াল কাবের সভাপতি মো. শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. ইয়ারুল আলম লিটন, টুটুল মেমোরিয়াল কাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (টুটুল) প্রমূখ। দোয়া-মাহফিলে ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন