6/recent/ticker-posts

বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তিত হবে- ভোলায় স্বারাষ্ট্র মন্ত্রী


গোপাল চন্দ্র দে॥
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী  যথা সময়ে  অনুষ্ঠিত হবে। কোন সরকার এলো গেলো তার বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবেন। এ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগিতা করবে।


শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার মধ্য বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ বুঝে গেছে শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তিনি বলেন, দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তিত করা হবে। তাই  উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, আমেরিকায় ১৭৮ জন রাষ্ট্র প্রধানদের মধ্যে কোন অন্যায় বা দুর্নীতির সাথে জড়িত আছে কিনা তার এক সমীক্ষায় বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা তৃতীয় হয়েছেন। কিন্তু শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়। বার বার আল্লাহতায়ালা তাকে রক্ষা করেন। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে। আমরা দারিদ্রসীমা কমিয়ে এনে ২২ % এ নিয়ে এসেছি। আমরা টার্গেট নিয়েছি। ২০২১ সনের মধ্যে তা ১২% এ নিয়ে আসবো।

লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের জীবন দিয়ে জঙ্গী সন্ত্রাস দমন করেছে।  এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী লালমোহন উপজেলার নব নির্মিত থানা ভবন উদ্বোধন করেন।

জনসভায় সভাপতির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, লালমোহনবাসীর র্দীঘ দিনের স্বপ্ন ছিলো আধুনিক থানা ভবন। আজ বাস্তবে রুপান্তরিত হয়েছে। এক সময় লালমোহন ছিলো সন্ত্রাসের জনপদ। আওয়ামী লীগ সরকারের আমলে আজ এখানে কোনো সন্ত্রাস নেই। প্রতিদিন কোন না কোনভাবে এখানে মানুষের উপর অত্যাচার নির্যাতন হতো। নারী নির্যাতন হতো। আর এসব কথা পত্রিকায় সংবা; শিরোনাম হতো। সেই অশান্ত জনপদ আজ শান্তির জনপদে তৈরী হয়েছে। তৎকালীন সময়ে এখানকার যুব সমাজকে সংগঠনের নামে সন্ত্রাসী তৈরী করেছিলো। আর আজ আমরা তাদের হাতে কলম ও কম্পিউটার তুলে দিয়েছি। আজ এখানে শিক্ষার হার বেড়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুনে সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আলী রেজা মিয়া,  ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমূখ।

Post a Comment

0 Comments