6/recent/ticker-posts

মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন সমাপ্ত


ভোলা টুডে রিপোর্ট ॥
ভোলা জেলা রেড ক্রিসেন্টর আয়োজনে ভোলার চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়েছে ২ দিন ব্যাপী স্কুল পর্যায়ের রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন।


১১ মার্চ (রবিবার) সকালে শুরু হওয়া এ প্রশিক্ষন শেষ হয় আজ ১২ মার্চ  (সোমবার)। ট্রেনিং এ অংশ নেয় মুসলিম স্কুলের ৫৩ সদস্য বিশিষ্ট স্কুল রেড ক্রিসেন্ট দল।

প্রশিক্ষন পরিচালনা করেন, ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষন বিভাগ প্রধান সাদ্দাম হোসেন, সিনিয়র আরসিওয়াই মো: হৃদয়, যুব সদস্য আবদুল্লাহ আল নোমান, ফারজানা রিমু, গোপাল চন্দ্র দে।



২ দিন ব্যাপী এ প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীরা রেড ক্রিসেন্টর ইতিহাস,গঠন ও প্রাথমিক চিকিৎসা কীভাবে দেবে তা সম্পর্কে জানতে পারেন।

ছবি:


প্রশিক্ষন ক্লাস করছেন প্রশিক্ষন বিভাগ প্রধান সাদ্দাম হোসেন।
প্রশিক্ষন ক্লাস করছেন যুব সদস্য গোপাল চন্দ্র দে।
প্রশিক্ষন ক্লাস করছেন যুব সদস্য ফারজানা রিমু।


Post a Comment

0 Comments