6/recent/ticker-posts

ভোলায় মাতৃদুগদ্ধ বিকল্প শিশু খাদ্য বন্ধে অবহিত করন সভা অনুষ্ঠিত


আদিল হোসেন তপু ॥
শিশুর জীবন রক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করনের লক্ষ্য নিয়ে ভোলায় মাতৃদুগদ্ধ বিকল্প  শিশু খাদ্য বন্ধে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৪ এপ্রিল)  ভোলা সিভিল সার্জেন  কার্যলয় মিলনায়তনে  বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এর আয়োজনে ন্যাশনাল নিউট্রেশন সার্ভিস সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিকি।

জেলা সিভিল সার্জেন ডা. রথীন্দ্রনাথ মজুমদার এর সভাপত্বিতে  সভায় সরকারি-বে-সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ডাক্তার,সাংবাদিক সহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় মাতৃদুগদ্ধ বিকল্প,শিশু খাদ্য,বানিজ্যিকভাবে প্রস্ততকৃত শিশুর বাড়তি খাদ্যও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপনন নিয়ন্ত্রন) আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বক্তারা বলেন, শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। কিন্তু বাজারে  শিশু খাদ্যের বিভিন্ন বিজ্ঞাপন দেখে অবিভাবকরা উৎসাহীত হয়ে কৌটা দুধ খাওয়াচ্ছে। এর ফলে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই  এগুলো বন্ধে করার দাবী জানাচ্ছেন।

Post a Comment

0 Comments