6/recent/ticker-posts

ভোলায় জলদস্যুদের হামলায় ৮ জেলে আহত


গোপাল চন্দ্র দে ॥
গতকাল ২৩ এপ্রিল (সোমবার) রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় মাছ ধরতে গিয়ে এবার জলদস্যুদের হামলার শিকার হয়েছে ৮ জেলে।

আহতরা হলেন, রাসেল (৩০),জাকির(৩০),সিদ্দিক মাঝি (৪৫),সিরাজ খালাসি (৩০), মহসিন মাল (২০),ইয়াকুব (১৩),রশিদ মাঝি (৩৫),জাকির (১৭)।
আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।


আহত জেলে ও স্থানীয়রা জানান, গতকাল (সোমবার) রাতে জেলেরা লুকিয়ে মেঘনা মাছ  ধরতে গেলে ৫ টি ট্রলার নিয়ে ৩০ থেকে ৩৫ জন জলদস্যু তাদেরকে চারদিক থেকে গিরে ফেলে। এসময় জলদস্যুরা জেলেদেরক এলোপাথারী ভাবে কোপাতে থাকে এতে ৮ জেলে মারাত্মাকভাবে আহত হয়।
জলদস্যুরা আহত জেলেদেরকে একটি নৌকায় ফেলে রেখে ৫ লাখ টাকা জাল, ২ টি নৌকার ইঞ্জিল ও ব্যাটারীসহ ৩ টি সোলার প্যানেল নিয়ে যায় তারা।
আহতদেকে উদ্ধার শেষে স্থানীয়রা  আজ সকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পুলিশ বা কোস্টগার্ড কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কোস্টগার্ড দক্ষিন জোন ল্যাফ. কমান্ডার মামুনুর রশিদ জানান,জলদস্যুদের ধরতে তাদের টহল টিম নদীতে অভিযান অব্যাহত রেখেছে।

Post a Comment

0 Comments