6/recent/ticker-posts

ভোলায় দুর্যোগে সাড়া প্রদান এর উপর দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত




গোপাল চন্দ্র দে॥
দুর্যোগের ঝুকিঁতে রয়েছে দ্বীপ জেলা ভোলা। প্রতিনিয়ত সিডর,আয়লা,মহাসেন,সহ নানা নামের দুর্যোগ এর উপকূলের মানুষ সর্বস্ব হারিয়ে নি:ষ  হয়ে যাচ্ছে।

এমন একটি পরিস্থিতে  ভোলায় দুর্যোগের আগের মুহূর্তে  সাড়া প্রদান এর উপর দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার(১৬ই মে) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আয়োজনে র্জামান রেড ক্রশ এর সহায়তায় (ইবিএফ)প্রকল্পের আয়োজনে  জেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।



 সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার চেয়ারম্যান  মো: মোশারেফ হোসেন।
ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম এর সভাপত্বিতে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিটের নিবার্হী সদস্য ও মুক্তিযোদ্ধা  সংসদের ডেপুটে কমান্ডার  মো: শফিকুল ইসলাম,জার্মান রেড ক্রস ডেলিগেট রেমও জিংক, এড্যাভোকেট মাহাবুবুর রহমান লিটু, মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন।
এসময় উপস্থিতে ছিলেন-বিডিআরসিএস জুনিয়র সহকারী পরিচালক মো: শাহজাহান,জার্মান রেড ক্রশ প্রজেক্ট অফিসার মো: দুলাল উদ্দিন, ভোলা ইউনিট এর যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ।


এসময় বক্তারা বলেন,  বাংলাদেশের মধ্যে ভোলা একটি দুযোর্গ  প্রবন এলাকা। এখানে কোন দুর্যোগ আঘাত আনলে নারীও শিশুরা বেশি ঝুঁকিপূর্ন থাকে। তাই সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বক্তারা বলেন, যে জনগোষ্ঠির সামর্থ্য যত বেশি, দুর্যোগে সেই জনগোষ্ঠির ক্ষতি তত কম হয়। তাই সচেতনা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে বক্তারা মনে করেন।




Post a Comment

0 Comments