6/recent/ticker-posts

ভোলায় ধনিয়া ও কাচিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট পেশ


ভোলা টুডে রিপোর্ট ॥
ভোলায় দুই ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ কোটি ২৭ লাখ ৪১ হজার ৫৬৭ টাকার এ বাজেট সম্প্রতি দুই ইউনিয়নের পরিষদে এ বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন দুই ইউনিয়নের চেয়ারম্যানগণ।



জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট পেশ করেছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবিরের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ তাহের। ইউপি সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩ কোটি টাকার বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির।

এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন হাওলাদার, ইউপি সদস্য নিজাম উদ্দিন, প্লান বাংলাদেশের কর্মকর্তা জাহিদ হোসেনসহ ইউনিয়নের সাধারণ জনগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব ২৭ লাখ ৪১ হাজার ৫৬৭ টাকার বাজেট পেশ করেন। ইউপি সচিব হাদিস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই সবুজ, ইউপি সদস্য মীর বেলায়েত হোসেন, আব্দুল মালেক, আব্দুর রব, সামছুল আলম, মনির হোসেন, আকলিমা বেগম, বিবি ফাতেমা, শাহানুর বেগম, কামাল হোসেন, স্কুল শিক্ষক আমির হোসেনসহ ইউনিয়নের সাধারণ জনগণ, গন্যবান্য ব্যক্তিবগ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবীদ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।



Post a Comment

0 Comments