6/recent/ticker-posts

ভোলায় গ্রাম আদালত কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত


গোপাল চন্দ্র দে॥
গ্রাম্য আদালতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ভোলায় আদালত ‘আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


আজ ১৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে ও ইউএনডিপির সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ভোলার উপ-পরিচালক মাহমুদুর রহমন, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, যুগ্ম-জেলা জজ মুন্তাসির আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ইউএনডিপি’র প্রকল্প সমন্বয়কারী শাহাদাত হোসেন, ওয়েভ ফাউন্ডেশন সমন্ময়কারী নজরুল ইসলাম সহ  ভোলার ২০টি ইউনিয়ন পরিষদ থেকে আগত ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ।

এখানে বক্তারা বলেন,গ্রাম আদালত মূলত একটি সেবা। মামলার দ্রুত নিষ্পত্তি ও তৃনমূল পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিত করতে এর কার্যক্রম শুরু করা হয়। মূলত প্রত্যন্ত অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষ গ্রাম আদালতে সেবা নিতে আসেন। বাড়ির পাশেই জনগণ যখন গ্রাম আদালতের সেবা পাচ্ছেন তখন কোর্টে আসার প্রবনতা তাদের কমে যাচ্ছে। এতে করে কোর্টে মামলার চাপ কমে আসছে।

Post a Comment

0 Comments