6/recent/ticker-posts

ভোলার চরফ্যাশনে অবৈধ ক্যাবল ব্যবসায়ীর জরিমানা


ভোলা টুডে রিপোর্ট ॥
ভোলার চরফ্যাশনে অবৈধভাবে ক্যাবল লাইন (ডিস) অভিযোগে এক ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর ছিদ্দিকী এ জরিমানা করেন। জরিমানা আদায়কৃত ক্যাবলের নাম মোশারেফ মাতাব্বরের মালিকানাধীন উত্তর আইচা ভিশনন। বিটিভি লাইন্সেস না থাকায় ও ভারতীয় চ্যানেল অবৈধভাবে প্রদর্শনের দায়ে ক্যাবল আইনের ২০৬ এর ৪/২৮ ধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় ওই ক্যাবলটি সিলগালা করে দেয়া হয়েছে।

বাংলাদেশে ভারতীয় ডিস্টবিউটার ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এর লিখিত অভিযোগে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক ৩টি অবৈধ কন্টোলে অভিযান পরিচালনা করেন কন্টোল তিনটির নাম হলো নিশী স্যাটালাইট প্রো-গিয়াস উদ্দিন নান্নু, আল হেরা ক্যাবল নেটওয়াক প্রো- আল মামুন, উত্তর আইচা ক্যাবল ভিশন প্রো- মো মোশারেফ মাতাব্বর। উত্তর আইচা ক্যাবল এ অভিযানকালে হাতে নাতে অবৈধ সেটপ বক্স পাওয়া ২৮ বক্স জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করে ও টেকনিশিয়ানকে রাকিবকে জেল হাজতে প্রেরন করেন এবং কন্টোলটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় এ সময় খবর পেয়ে অন্য দুটির মালিক পালিয়ে যায়। ফলে ১দিনের মধ্য তাদের ডিসি অফিসে দেখা করতে বলা হয়।

Post a Comment

0 Comments