6/recent/ticker-posts

ভোলায় সর্বতীর্থ ধামের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু


গোপাল চন্দ্র দে ॥

ভোলায় গুরুজীর সনে প্রাতস্নান ও রাতে শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে সর্বতীর্থ ধামের প্রতিষ্ঠাবার্ষিকী শুরু।

গতকাল ১ বৈশাখ (১৫ এপ্রিল) সকাল ৭টায় প্রভুপাদ শ্রীশ্রী দেবব্রত গোস্বামী সনে প্রাত¯œান এর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় যাতে গুরুজীর সনে প্রাত¯œান করতে অংশ নেয় হাজারো ধর্মপ্রান হিন্দু।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ যা চলবে ৫ বৈশাখ পর্যন্ত।
এর পর ৫ বৈশাখ রাত ১০ টায় নামযজ্ঞের শুভ অধিবাস হয়ে ৬ বৈশাখ (২০ এপ্রিল) হতে ৯ বৈশাখ (২৩ এপ্রিল) পর্যন্ত ৪ দিন ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান (কীর্তন) সমাপ্ত হবে।

৪দিন ব্যাপী এ মহানাম সংকীর্তন পরিবেশন করবে বৈষ্ণবনারায়ন দে সম্প্রদায় ভোলা, গোপাল সংঘ সিলেট, নিতাই গৌর সম্প্রদায় মানিকগঞ্জ, দূর্গা মন্দির সম্প্রদায় সেনবাগ, বিনাপানী সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী সর্বতীর্থ সম্প্রদায় ভোলা।

Post a Comment

0 Comments