6/recent/ticker-posts

ভোলায় শ্রী শ্রী সর্বতীর্থ ধামের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

গোপাল চন্দ্র দে ॥


ভোলায় প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ১নং পৌর বাপ্তা এলাকায় অবস্থিত  শ্রী শ্রী সর্ব তীর্থ ধাম রাধাগোবিন্দ মোহন রায় জিউ মন্দিরের ৪৯ তম বার্ষিকী ও ৩২ প্রহর ব্যাপী ১ বৈশাখ হতে ৯ বৈশাখ পর্যন্ত ৯ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযঞ্জানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতি মধ্যে সম্পন্ন হয়েছে প্রায় সকল প্রকার কাজ।
অনুষ্ঠানে সদয় উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন প্রভুপাদ শ্রীশ্রী দেবব্রত গোস্বামী।

এখন ভক্তরা সত্যিকারের বৃন্দাবনে না গিয়েও শ্রী শ্রী সর্বতীর্থ ধাম এর আয়োজনে কীর্তন চলাকালীন সময়ে বৃন্দাবন দর্শন করতে পারবে এবং তাদের জীবনে একবার মৃত্যু পূর্বে বৃন্দাবন দেখার সপ্নপূরন করতে পারবে। প্রতিদিন কীর্তন চলাকালীন রয়েছে ভক্তদের জন্য মহা প্রসাদের ব্যাবস্থা।

বাংলা ১ বৈশাখ (১৫ এপ্রিল) সকাল ৭টায় প্রভুপাদ শ্রীশ্রী দেবব্রত গোস্বামী সনে প্রাত¯œান অনুষ্ঠিত হবে।
১ বৈশাখ (১৫ এপ্রিল) হতে ৫ বৈশাখ (১৯ এপ্রিল) পর্যন্ত ৫ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবত পাঠ। এর পর ৫ বৈশাখ রাত ১০ টায় নামযজ্ঞের শুভ অধিবাস হয়ে ৬ বৈশাখ (২০ এপ্রিল) হতে ৯ বৈশাখ (২৩ এপ্রিল) পর্যন্ত ৪ দিন ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান (কীর্তন) সমাপ্ত হবে।

Post a Comment

0 Comments