6/recent/ticker-posts

ভোলায় রেড ক্রিসেন্ট সোসাইটির চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


আবদুল্লাহ আল নোমান ॥ 
৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসও প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯০ তম জন্ম বার্ষিকী  উপলক্ষে  ভোলায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার(৬ই মে) সকালে ভোলা প্রেস ক্লাবে মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট এই প্রতিযোগিতার আয়োজন করে ।




প্রতিযোগিতায়  ক গ্রুপের  (৩য় থেকে-৫ম শ্রেনীর শিশুরা প্রাকৃতিক দৃশ্য ও জ্বীন হেনরী ডুনান্টে এর প্রতিচ্ছবি আকেঁন।
খ গ্রুপ(৬ষ্ঠ- ৮ম শ্রেনীর ) শিশুরা  দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার দৃশ্য আকেঁন।
 ছবিতে শিশুরা দুর্যোরে সময় রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম তাদের নিপুন রং এর তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেন।


এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম,যুব প্রধান আদিল হোসেন তপু,উপ-প্রধান মো: আনোয়ার হোসেন, মো:আরিফ হোসেন,আশিকুর রহমান শান্ত,শ্রাবনী, সাদ্দাম হোসেন, খাদিজা মিম, জান্নাতুল ফেরদৌউস,মিশুক, নোমান,ত্রপা হালদার,মিতু,কাসফিয়া, শুভ,তুষার, অহনা প্রমুখ।

 আগামী ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিকসের এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে “রেড ক্রস রেড ক্রিসেন্ট সর্বত্র সবার জন্য”।





Post a Comment

0 Comments