6/recent/ticker-posts

ভোলায় শুরু হয়েছে “মাদক বিরোধী” আন্ত জোন/ঘাটি ফুটবল প্রতিযোগীতা


গোপাল চন্দ্র দে ॥
ভোলায় কোস্টগার্ড দক্ষিন জোনের আয়োজনে শুরু হয়েছে “মাদক বিরোধী” আন্ত জোন/ঘাটি ফুটবল প্রতিযোগীতা।
আজ শনিবার সকালে ভোলার গজনবী স্টেডিয়ামে এ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোস্টগার্ড দক্ষিন জোন জোনাল কমান্ডার এস এম আনোয়ার। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, লে.কমান্ডার নূরুজ্জামান শেখ।

এসময় প্রধান অতিথির বক্তেব্যে কোস্টগার্ড দক্ষিন জোন জোনাল কমান্ডার এস এম আনোয়ার বলেন,খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। কিন্তু মাদক তাদের জীবনে ডেকে আনে সর্বনাশ। তিনি যুব সমাজের প্রতি আহবান জানান মাদক থেকে দূরে থাকতে।

আজ উদ্বোধনী দিনে পূর্ব জোন (চট্রগ্রাম) এর সাথে খেলায় মাঠে নামে দক্ষিন জোন (ভোলা)। ২-১ গোলে দক্ষিন জোন  ভোলাকে হারিয়ে বিজয়ী হয় পূর্ব জোন চট্রগ্রাম। খেলা পরিচালায় ছিলেন পবিত্র কুমার।

সারা বাংলাদেশের কোস্ট গার্ড জোনগুলোর খেলোয়াররা মুখোমুখী হবে এ প্রতিযোগীতায়। আজ ৩০ জুন (শনিবার) শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হবে  ৫ জুলাই (বৃহস্পতিবার)।

Post a Comment

0 Comments