শেখ হাসিনা সরকারের অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

 
এম মইনুল এহসান  ॥
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধিনেই  আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন । সকল দলের অংশগ্রহনের মাধ্যমে  অংশগ্রহন মূলক র্নিবাচন অনুষ্ঠিত হবে । বিএনপি আগের বার নির্বাচনে অংশগ্রহন না করে ভুল করেছে । এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে । এবার তারা  আগের মত সেই ভুল করবে না । যদি বিএনপি র্নিবাচনে না আসে তাহলে তারা  জন বিচ্ছিন্ন দলে পরিনত হবে ।  ভোলা পৌরসভা কতৃক আয়োজিত মেয়র  ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
 এসময় তিনি আরো বলেন আওয়ামীলীগ নিজেস্ব গতিতে এগিয়ে চলছে । এই মুহুত্বে আওয়ামীলীগ খুবই শক্তিশালি । বাংলাদেশ এগিয়ে চলছে । দেশ এখন উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে । বাংলাদেশের মানুষ  আগের চেয়ে অনেক ভালো  আছে । বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করার । বঙ্গবন্ধু কন্যা জননেত্রী তার পিতার অবাস্থবায়িত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন  ।
   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের জনসভায় ভোলা- বরিশাল ব্রীজের ঘোষনা দিয়েছেন ।  সবকিছু ঠিক থাকলে যথা সময়েই সেতু র্নিমানের কাজ শুরু হবে । ভোলাতে ইতি মধ্যে ২২৫,২২৫ ও ৭০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে । স্যামসাং কোম্পানি আরো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ স্থাপন করবে । ভোলার পশ্চিম ইলিশাতে ৫০০ কোটি টাকা ব্যায়ে সিরামক কারখানা স্থাপন করছে । ২০০০ কোটি টাকা ব্যায়ে ভোলার নদীভাঙন রোধে কাজ হচ্ছে । বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে  ভোলা হবে বাংলাদেশের শেষ্ঠ জেলা  ।
 বুধবার বিকেলে ভোলা বাংলা স্কুল মাঠে পৌরমেয়র আলহাজ্ব মনিরুজ্জামানের সভাপতিত্বে মেয়র ইফতার ও দোয়ার মাহফিলে   এসময় আরো   উপস্থিত ছিলেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান  আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ , জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু , জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক , বাংলাদেশ  কোষ্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন রকিব উদ্দিন ভুইয়া,  পুলিশ সুপার মো: মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব মোশারেফ হোসেন , জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহলুল মোল্লা , যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব , এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক  মইনুল হোসেন বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ , ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ  ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন