বিএমটিপি ও বিএমটিএ ভোলা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


এম শাহরিয়ার জিলন
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ, ভোলা জেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুন) ভোলার বিএফজি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, ভোলা জেলা শাখার সভাপতি ডাঃ এ.টি.এম মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন, ভোলা জেলা ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন ভোলা এর সভাপতি ডাঃ মোঃ শাহে আলম, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন ভোলা জেলার সভাপতি মোঃ এটিএম ইসরাইল শাহীন।

অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন ভোলা জেলার সাধারন সম্পাদক মোঃ শাহজামান (সোহেল)। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ হাসানুল হাসান, আব্দুল রাজ্জাক (রাজু)। দোয়া মুনাজাত পরিচালনা করেন, মোঃ আবদুল লতিফ। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এসময় সংগঠনের নেতৃবৃন্দ সরকারের কাছে তাদের বিভিন্ন দাবী তুলে ধরার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন