আজ আরটিভিতে প্রচারিত হবে ভোলার পরিচালক জনের “অপেক্ষার শেষ সময়”


গোপাল চন্দ্র দে॥
আজ ১২ জুলাই (বৃহস্পতিবার) রাত ঠিক ০৮:০০ বাজলেই বসতে হবে টিভির পর্দার সামনে কারন আজ ৮টায় আরটিভি-তে প্রচার হবে ভোলায় অভিনীত  ভালবাসার  অভিমানের গল্প নিয়ে নির্মিত নাটক ‘অপেক্ষার শেষ সময়’।
ভোলার ছেলে ইফতেখারুল ইসলাম জনের রচনা ও পরিচালনায় এবং এমবিএইচ রাজু প্রযোজনায় নাটকটিতে  অভিনয় করেছেন তরুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সজল, প্রসন্ন আজাদ, মম সহ নাটটিতে আভিনয় করেছে ভোলার আবু সাঈদ লিটন, বাধন তালুকদার, ইভান তালুকদার, জয়া গাঙ্গুলি, শিউলি,মোকাম্মেল সহ আনেকে।
ফরহাদ হোসাইন এর ক্যামেরায় এমভি ক্রিস্টাল ক্রুজ এবং গ্যাস ফিল্ড সহ  দ্বীপজেলা ভোলার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি।

নাটকটিতে দেখা যাবে, জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় শহরের মতোই উন্নত একটি গ্রাম। গ্রামের বড় বাড়িগুলোর মধ্যে মিয়াজি বাড়ি বেশ নাম করা। মিয়াজি বাড়ির আঃ বাছেদ মিয়াজি ইউনিয়ন পরিষদ মেম্বার থাকাকালীন একজন প্রতিবেশীকে নিয়ে একদিন রাতে বাড়ি ফিরেন।
চলার পথেই হঠাৎ শিশুর কান্নার আওয়াজ পান। কাছে গিয়ে দেখেন এক বছর বয়সী একটি মেয়ে শিশু কাঁদছে। শিশুটিকে কোলে নিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে যায় নিজের বাড়িতে। আজ সেই শিশুটি হাওয়াইন গিটারে স্বর্ণপদক নিয়ে ভোলায় আসছে।


সন্ধ্যায় লঞ্চে এসে কেবিনে ব্যাগ রেখে বাইরে দাঁড়ায় সাজিদ। কিছুক্ষণ পর চোখে পড়ে অষ্টাদশী কন্যা তুলি আপন মনে দাঁড়িয়ে আছে। রাতে ক্যান্টিনে আবারও দেখা হয় তাদের। তুলির ফোনের কথোপকথোনে সাজিদ জানতে পারে তুলি হাওয়াইন গিটারে স্বর্ণপদক পায়। লঞ্চ থেকে নেমে জোনাল অফিসে প্রবেশ করে সাজিদ। কাজে মন বসছে না তার। চোখের সামনে শুধু তুলির মুখ ভাসে। ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। মা সারাদিন বিয়ে বিয়ে করে। এবার মায়ের ইচ্ছা পূরণ হবে।



একদিন সুযোগ করে কথা বলার চেষ্টা করে সাজিদ। স্থানীয় মাস্তান টাইপের এক ছেলে পছন্দ করতো তুলিকে। সেই ছেলে লাঞ্ছিত করে সাজিদকে। তাতে তুলির মনে দাগ কাটে।  এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘অপেক্ষার শেষ সময়’।


ইফতেখারুল ইসলাম জন বলেন,  নাটকটি দর্শকদের ভাল লাগবে। গল্পে ভিন্নতা আছে। দেখতে বসলে শুরু থেকে শেষ প্রর্যন্ত দর্শককে নাটকটি দেখতেই হবে। আর সজল ও প্রসন্ন আজাদের ভাল অভিনয় করেছে নাটকটিতে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন