লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহনে এক পাষন্ড স্বামী তার স্ত্রীর উপর যৌতুকের দাবিতে মধ্য যুগীয় কায়দায অমানুষিক নির্যাতন ও বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ১ জুলাই রবিবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, একই ওয়ার্ডের সামছল চোকিদারের ছেলে নুরুল ইসলামের সাথে আবুল কালাম পাটোয়ারির মেয়ে রিনা বেগমের প্রায় আঠার বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের সময বরপক্ষের দাবি অনুযায়ী লোকজনকে খাওয়ানো, নগদ টাকাসহ মালামাল ও স্বর্নালংকার দেওয়া হয়।
বিয়ের পর কিছুদিন ভাল কাটলেও যৌতুতের দাবিতে স্ত্রীর উপর পাষন্ড স্বামী, শ্বশুর ও শ্বাশুরির অমানুষিক নির্যাতন শুরু হয়। কন্যার সুখের কথা চিন্তা করে দাবি অনুযায়ী টাকা দিতে বাধ্য হয কন্যার পিতা। কিন্তু এতেও খায়েশ মিটেনা যৌতুক লোভি পাষন্ড স্বামী ও তার পরিবার। কিছুদিন গেলে আবারো শুরু হয় গৃহবধূর উপর বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ। এতে গৃহবধূ অপরাগতা প্রকাম করলেই নির্যাতন শুরু হয়। এভাবে গৃহবধূর পিতৃপরিবার অসহায় হয়ে পড়ে। ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে গৃহবধূ রিনা কেন তার বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়না এজন্য তাকে বেদম পিটিয়ে আহত করে। মারপিটে গৃহবধূ রিনা অচেতন হয়ে পড়লে তাকে হত্যার উদ্যেশ্যে তার বুকের উপর চেপে বসে পাষন্ড স্বামী নুরুল ইসলাম। রিনা বেগমের চোখ তুলতে গেলে তাদের ছেলে ও মেয়ে পিতার রক্তচক্ষু উপেক্ষা করে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আহত রিনাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করায়।
এদিন কয়েক দফা মারপিট করা হয়েছে। ছেলে মেয়েরা পিতার ভয়তে শব্দ করার সাহস পায়না। এর আগেও কয়েকবার পিটিয়ে রিনা বেগমকে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ করেন। আহত রিনা বেগম ও তার পরিবার ন্যায় বিচার দাবি করেন।