স্টাফ রিপোর্টার।।
ভোলার লালমোহনে মামলার বাদি স্বাক্ষী ও পরিবার পরিজনকে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে নানানভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে । বিবাদীগন মামলা তোলার সময় জন্য বাদিসহ তার স্বজনদের হুমকি দিচ্ছে বলে জানান বাদি আঃ মন্নান হাওলাদার ।
অভিযোগ মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, লালমোহন পৌরসভা ২নং ওয়ার্ডের মৃত ছলেমান হাওলাদারের পুত্র আঃ মন্নান হাং ও মৃত মোঃ হানিফের পুত্র আঃ সহিদ গংদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে । ২৪ জুন সকাল অনুমান ১০টার দিকে লালমোহন জরিপ অফিসে বাদি ও আসামীদের মধ্যে ৭৪৩নং ডিপির উপর দায়ের করা ৪৭৪৯নং আপত্তি মামলার শুনানীর সময় প্রচন্ড তর্কবিতর্ক হয় ।এ কারনে আসামীগন ক্ষিপ্ত হয়ে বাদির ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে । এক পর্যায়ে ঐদিন দুপুর অনুমান ২টার দিকে বাদি আঃ মন্নান তার ব্যবসায়িক প্রতিষ্টান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে আঃ সহিদের বসত বাড়ির সামনে পর্যন্ত এলে রাম্তার উপর মিলন, লিটন, শাকিল, শুভ বিভিন্ন অশ্রসশ্র নিয়ে পথরোধ করে দাঁড়ায় এবং কথা কাটাককটির এক পর্যায়ে মরিচের গুড়া দুই চোখে নিক্ষেপ করে এলোপাতারি তাকে পিটিয়ে আহত করে ।
আঃ মন্নানের সাথে থাকা দোকানের মালামাল বিক্রির নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশত টাকা ছিনিয়ে নেয় । মিলন টাকা নিয়ে আঃ সহিদকে দেয় ।আহত আঃ মন্নানকে লালমোহন হাসপাতালে আনা হয় । চোখের অবস্থা মারাত্মক হওয়ায় ভোলা সদর হাসপাতালে এবং সেখান থেকে শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । এ ঘটনায় আঃ মন্নান বাদি হয়ে মোকাম ভোলার লালমোহন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৭ জুন এম,পি, ৭৯/২০১৮ নং মামলা দায়ের করেন । পরে কোর্টের নির্দেশে লালমোহন থানায় ৫ জুলাই ০৮নং মামলা এফআইআর হয় । মামলা দায়ের করায় বাদি পক্ষকে বিবাদীগন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন । মামলার বাদি আঃ মন্নান জানান, আমি ও আমার পরিবার এবং মামলার স্বাক্ষীগন আমরা সবাই আতংকে আছি । ন্যায় বিচার দাবি করেন নির্যাতিত আঃ মন্নান ।