6/recent/ticker-posts

ভোলায় মৎস্য ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ


স্টাফ রিপোর্টার ॥ 
ভোলায় নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয়ক ইকোফিশ মৎস্য ব্যবস্থাপনা কমিটির (ঋগঈ)  নেতৃবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোস্ট ট্রাস্টের আয়োজনে ভোলা শহরের হীড বাংলাদেশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদান হোসেন কবির।
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওয়াল্ড ফিশ প্রকল্পের রির্সাস এ্যাসোসিয়েট অংকুর মোহাম্মদ ইমতিয়াজ।
এসময় প্রশিক্ষণ প্রদান করেন, ইকোফিশ প্রকল্পের সহ সমন্বয়কারী টিএস সোহেল মাহমুদ প্রমুখ।

এসময় ইকোফিশ প্রকল্পের মৎস্য ব্যবস্থাপনা কমিটির ৪০ জন নেতৃবৃন্দকে মৎস্য আহরণ সম্পর্কে জ্ঞান, অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধ করা, সুতার জাল ব্যবহারের সুবিধা, মৎস্য আইন মেনে চলা, সঞ্চয় জমা, নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে পরিবারের অভাব দূর করে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Post a Comment

0 Comments