6/recent/ticker-posts

ইনষ্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভোলা জেলা কমিটি গঠিত


মইনুল এহসান ॥
ইনষ্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স , বাংলাদেশ( আইডিএসইবি ) ভোলা জেলা শাখার কার্যর্নিবাহী কমিটি গঠিত হয়েছে । শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের ভুমি অধিগ্রহন শাখা কক্ষে লালমোহন সেটেলমেন্ট অফিসের  সার্ভেয়ার মো:  আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত  সম্মেলনে ভোলা জেলার সকল উপজেলার  বিভিন্ন দপ্তর  থেকে ৩৫ জন সার্ভেয়ার অংশ গ্রহন  করেন ।

এসময় বক্তব্য রাখেন , ভোলা সড়ক বিভাগের সার্ভেয়ার মো: শফিকুল ইসলাম , জেলা পরিষদের  সার্ভেয়ার মো: রিফাত হোসেন , ডিসি অফিসের সার্ভেয়ার মো: হাবিবুর রহমান মৃধা প্রমুখ ।

এসময় বক্তরা বলেন, অন্যান্য  বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  মত আমাদের শিক্ষাগত যোগ্যতা সমান । কিন্তু অন্যরা  ২য় শ্রেনীর র্মযাদা পেলেও আমাদেরকে ২য় শ্রেনীর মর্যাদা দেওয়া হয়নি ।  আমাদের প্রতি চরম বৈশম্য করা হচ্ছে । আমরা এর প্রতিকার চাই । ন্যায় বিচারের স্বার্থে  আমাদেরকেও  ২য়শ্রেনী (১০ম গ্রেড) অন্তভুক্ত করার দাবি  জানাচ্ছি  । বক্তরা  বিভিন্ন দপ্তরের সার্ভেয়ারদের  দ্রুত পদোন্নতি দাবি জানান ।

এসময় সর্ব সম্মতিক্রমে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়াস, বাংলাদেশ( আইডিএসইবি ) ভোলা জেলা শাখার কমিটি গঠন করা হয় । কমিটিতে ডিসি অফিসের সার্ভেয়ার মো: হাবিবুর রহমান মৃধাকে সভাপতি , খলিলুর রহমানকে সাধারন সম্পাদক ,  লালমোহন সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার  মো: শাজাহান কে সিনিয়র সহ সভাপতি , ডিসি অফিসের সার্ভেয়ার জালাল আহমদ কে সহ সভাপতি, ভোলা সড়ক বিভাগের সার্ভেয়ার মো: শফিকুল ইসলাম কে যুগ্ম সাধারন সম্পাদক , উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মো: কবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক , জেলা পরিষদের  সার্ভেয়ার মো: রিফাত কে দপ্তর সম্পাদক করে  ১৭ সদস্য বিশিষ্ঠ  জেলা কমিটি গঠন করা হয় ।

Post a Comment

0 Comments