লালমোহনে ভাড়ায় চালিত হোন্ডা এক্সিডেন্টে পথচারির মৃত্যু


লালমোহন প্রতিনিধি॥
লালমোহনে ভাড়ায় চালিত হোন্ডা এক্সিডেন্টে এক পথচারির মৃত্যু হয়েছে। লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডে ওয়েস্টার্ন পাড়ায় লালমোহন টু নাজিরপুর সড়কে ১২ জুলাই (বৃহস্পতিবার) রাত অনুমানিক ১০টা ১০মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মদের নব নির্মানাধীন ওয়েস্টার্ন পাড়া বাড়ির ভবনের পাহারাদার আতাহার আলি (৬৫) রাতের খাবার শেষে ডাক বাংলোর সামনের থেকে কর্মস্থলের দিকে যাওয়ার পথে দ্রুত গতিতে ছুটে আসা একটি ভাড়ায় চালিত হোন্ডার সাথে প্রচন্ড ধাক্কা লেগে  তিনি ছিটকে পড়ে রক্তাক্ত হন। 
মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে লালমোহন হাসপাতালে নিয়ে আসে। মাথায় প্রচন্ড আঘাত পায় সে। কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাসপাতালে আসেন।
উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের খলিফা বাড়ির বাসিন্দা আতাহার আলি। ঘাতক হোন্ডাটি স্থানীয়রা আটক করে। হোন্ডা চালককে ঘটনাস্থলে পাওয়া না গেলেও তার নাম জাকির এবং বাড়ি ফরাজগঞ্জে বলে জানা গেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন