6/recent/ticker-posts

ছোটন সাহার কবিতা: “একাকী জীবন”


কোথাও কেউ নেই
কেউ হতেও চায়না
শূন্যতার সাথী।
অজানা-অচেনা কোন
এক কষ্টে অশ্রু ঝড়ে
একাকি নিশ্চুপে।
কেউ নেই, কেউ নেই পাশে।
একাকি কিংবা একাকিত্বে কেটে যায় বেলা
হয়ত এটাই নিয়তি
কোন এক স্বার্থপর
আনমনে একেছিলো ছবি
যে ছবিটা বড় বেশী অস্পষ্ট।
তাই চেনা-জানা হয়নি।
অথচ ছবিটাকে চেনার ব্যর্থ চেষ্টাও ছিলো বারংবার।
এমন দুর্দিনে একাকি একাকিত্বে আমি।
সঙ্গি বলপেন, কবিতা।
যা একাকিত্ব দুর করে
খুঁজে বেড়ায় নতুন কোন গল্প।

লেখক: ছোটন সাহা,সংবাদকর্মী।

Post a Comment

0 Comments