ঈদে অসহায় গরীব শিশুদের নতুন পোশাক বিতরন


স্টাফ রিপোর্টার ॥
ধনিয়া প্রশিক্ষিত যুব সংঘ প্রযুস এর ৩য় প্রতিষ্টা বাষির্কীতে সমাজের গরীব ও অসহায় শিশু দের মাঝে নতুন পোশাক বিতরন।

আজ বৃহস্পতিবার (২৩ আগস্ট)  ভোলার ধয়িায় এ পোশাক বিতরন করে সংগঠনটি।

"যুবরাই লড়বে, সুন্দর সুশৃঙ্খল সামাজ গড়বে" এই সোগ্লান কে সামনে রেখে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় ধনিয়া প্রশিক্ষিত যুব সংঘ প্রযুস। আজ ছিল সংগঠির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৩ শে আগস্ট সকালে ধনিয়া তুলাতুলি বেড়ীবাঁধ এলাকায় গরীব ও অসহায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংঠনের
সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ আয়িরান আরিফ,সহ-সভাপতি ইমন হোসেন,মোঃ মহসিন প্রমুখী।
এছাড়া ভোলা সদর উপজেলার ধনিয়া সুইসগেট এলাকায় বেধে সম্পাদায় জন্য স্কুল প্রতিষ্ঠা করার জন্য জমি নির্ধারন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন