স্টাফ রিপোর্টার॥
ভোলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ শিশু একাডেমী ভোলা জেলা শাখা ও এনসিটিএফ ভোলা।
আজ ১৫ আগস্ট (বুধবার) সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেনের সভাপতিত্বে শিশুদের উদ্দ্যেশে বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সন্দীপ কুমার। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহিদ হওয়া তার পরিবারের সদস্যদের রুহের মাখফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়।
Casino Finder (Google Play) Reviews & Demos - Go
উত্তরমুছুনCheck gri-go.com Casino Finder (Google Play). A look worrione at some of the best gambling https://aprcasino.com/pluscasino/ sites in the world. 출장안마 They หารายได้เสริม offer a full game library,