ভোলার দুই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে জয়ী ॥ অভিনন্দন


ভোলা টুডে রিপোর্ট॥
ভোলার দুই মেধাবী  শিক্ষার্থী সামিনুর হক তানহা, হুমাইরা আক্তার (রমিজা) লক্ষ শিক্ষার্থীর সাথে লড়াই করে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে যথাক্রমে ৫ম ও ১২৮ তম স্থান অর্জন করেছে।

তাদের এ সাফল্যে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ শিক্ষক পরিবার , তাদের পরিবার, আত্মীয় ও বন্ধুরা সহ দৈনিক আজকের ভোলা, ভোলা টুডে.কম পরিবার অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সফল্য কামনা করছেন। তারা উভয়েই ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন