হোমকবিতা ছোটন সাহার কবিতা 'ফিরে এসো' byBhola today -৯/০৬/২০১৮ ০৪:৫০:০০ AM 0 মনে রাখনি, সেকলেও বাঁধা পরেনি অভিমানী তুমি! একদিন তুমি এসেছিলো ভালোবাসার বাঁধনে তবে কেন দুরে যেতে চাও হে অপরিচিতা। তুমি শুনতে পাওনা কালো মেঘের কান্না। ফিরো এসো, দেখ হৃদ গহীনে তোমারি ছবি যেখানে তুমি ছিলে ঠিক সেখানেই আছি। এখনো আমি তোমারি প্রতিক্ষায়। Tags কবিতা ভোলা জেলা ভোলা সদর সাহিত্য স্পেশাল Home Facebook Twitter