6/recent/ticker-posts

সবাই মিলে কাজ করলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব


আদিল হোসেন তপু॥
ভোলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কোষ্ট ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিও এনজিও কো-অর্ডিনেশন সমন্ময় সভা। যেখানে শিশু বিবাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আজ ৫ সেপ্টেম্বর (বুধবার) ভোলা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কোষ্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের সমন্ময়কারী মিজানুর রহমান। বক্তব্য রাখেন,জেলা ব্রাক প্রতিনিধি আশরাফুল আলম।
এসময় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা ইউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সম্পাদক মো: হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ইউপিও হালিমা পারভীন,সাউথ এশিয়া প্লাটফর্ম বংলাদেশের পিসি সাজেদুল হক।

এসময় বক্তারা বলেন,শিশু বিবাহ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে কাজ করলে ১০ বছর পরে শিশু বিবাহ বা বাল্য বিয়ের নামই মুছে ফেলা সম্ভব। এছাড়া সকলকে স্কুল পরিদর্শন করে শিশু বিবাহ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে এবং শিশুদের শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধে এগিয়ে আসতে হবে।

Post a Comment

0 Comments