6/recent/ticker-posts

মোঃ আঃ কুদদূস এর কবিতা “শাপলা বন”


বিলের জলে আশ্বিন মাসে
ফুটছে শাপলা ফুল
লাল লাল শাপলা ফুলে ভরছে
ঝিলের দুই কূল।

সাদা সাদা শাপলা ফুলে
প্রজাপতি বয়
ঝির ঝির বাতাস চারদিকে
সুগন্ধ ছড়ায়।

শাপলা শালুক স্বচ্ছ জলে
ভেসে ভেসে রয়
চাঁদনি রাতে শাপলা হাসে
অপরূপ মায়ায়।

শাপলা বনে আকাশটা বেশ
হয়ে থাকে নীল
দুপুর বিকাল উড়ে হেথায়
রঙ বেরঙের চিল।

প্রজাপতি এ ফুল ও ফুল
বেড়ায় সারাক্ষণ
ছোট্ট ছোট্ট মাছের দল
করে বিচরণ।

শাপলা বনে সাপ থাকে
মাছরাঙা সাপ
বিষ থাকে না তাই সে সাপ
নহে অভিশাপ।

ঝিলের জলে সকাল হলে
লাল শাপলার মেলা
শাপলা ফুলে কাটে মোদের
সারা দিনের খেলা।

সাদা শাপলা জাতীয় ফুল
আছে দেশ জুড়ে
বাংলা ছেড়ে যেথায় যাই
শাপলা মন মুকুরে।

লেখক: তেতুলিয়ার কবি- মোঃ আঃ কুদদূস
উপজেলা নির্বাহী কর্মকর্তা
বোরহানউদ্দিন উপজেলা,ভোলা।

১ আগস্ট ২০১৮
স্বরবৃত্ত ছন্দ।

Post a Comment

0 Comments