কবিতাই প্রাণ, কবিতায় মমতা
কবিতার মাঝেই খুঁজি মুগ্ধতা
অবসরের ফাঁকে কবিতা লিখি
স্বপনেও কবিতার ছবি আঁকি।
কবিতার প্রেম, প্রেমের কবিতা
এঁকে যায় জীবনের শত ব্যর্থতা
আলো-আঁধারে কবিতার ছন্দ
কবিতা বলে, জীবন অনিন্দ্য।
কবিতা আছে, আছে তাই সুখ
সহস্র যত্নে গাঁথি কবিতার মুখ
ভালোবাসি কবিতার নিস্তব্ধতা
আমার কবিতাই আমার কথা।
সুখেও কবিতা, কবিতায় বেদনা
কবিতা আমার জীবনের ব্যঞ্জনা
কবিতায় ঘুম, ঘুমিয়েও কবিতা
দুঃখের প্রাণেও কবিতার মুগ্ধতা।
কবিতা ছিল, থাকবেও কবিতা
হয়তো হারাবে আর সব ববিতা
কবিতায় হাসি, কবিতায় কাঁদি
কবিতার মাঝেই সুখ নিরবধি।
গ্রীষ্মের কবিতা, কবিতায় শীত
কবিতা দিয়েই বানাই সংগীত
গ্রামের কবিতা, কবিতার শহর
কবিতা নিয়ে কেটে যায় প্রহর।
জীবনের কবিতা, কবিতার মরণ
কবিতায়ই রইবে আমার স্মরণ
আমি না থাকলেও চলে, চলবে,
এ কবিতাই আমার কথা বলবে।
মনের কবিতা, কবিতার মন
প্রাণে তুলে সুর-ছন্দ সারক্ষণ
কবিতা আছে বলেই আছি বেঁচে
আমার কবিতা, আমারই আছে।
--
লেখক: তেতুলিয়ার কবি- মোঃ আঃ কুদদূস
উপজেলা নির্বাহী কর্মকর্তা
বোরহানউদ্দিন উপজেলা,ভোলা
২৫ ডিসেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ