6/recent/ticker-posts

পরিশেষে -- মোঃ আঃ কুদদূস


একবার হারালে বার বার হারায়
হারাতে হারাতে ফিরে আসে
আসতে আসতে হারাতে থাকে
চোখের জল হয় পরিশেষে।


কেউ হারায় আবার কেউ আসে
কেউ বা শুধুই ভালোবাসে
কেউ এসে আবার নিরবে চলে যায়
কেউ বা কেঁদে কেঁদে হাসে।

হারানোতে সুখ থাকে, আগমনে বিসুখ,
অসীম সুখের সন্ধানে হারায়
কেউ এসে না আসার মত যায় চলে
তবু হৃদয় জুড়ে অবিচল রয়।


হারাতেই যদি চায়, তবে কেন আসে
ব্যথা দিলে কেন ভালোবাসে
আঁধার তাড়াতে আলোর বিচ্ছুরণ
ঘটে না চিরকাল অনায়াসে।


হারানোর ভয় এই মনকে করে ক্ষয়
অস্থির চঞ্চল রয় নিরবধি
আলোক পেতে দেদীপ্য বাতি হাতে
চলো এসো দিনের সারথি।


হারানো যার ধর্ম, সে হারাবে চিরকাল
ধরতে যেও নাকো কভু তারে
ভালোবাসা হারায় না এই ধরাধামে
তাইতো ভালোবাসি প্রাণ ভরে।

--
লেখক: তেতুলিয়ার কবি- মোঃ আঃ কুদদূস
উপজেলা নির্বাহী কর্মকর্তা
বোরহানউদ্দিন উপজেলা,ভোলা

২৭ ডিসেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ

Post a Comment

0 Comments