আদিল হোসেন তপু,ভোলা ॥
তৃনমূল পর্যায়ে আ’লীকে শক্তিশালী করার জন্য ভোলার সদর রাজাপুর ইউনিয়ন আ’লীগের কর্মীদের নিয়ে ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার সকালে ভোলার গাজীপুর রোডস্থ মন্ত্রীর নিজ বাসভবনে রাজাপুর ইউনিয়ন আ’লীগের কর্মীদের নিয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। আাগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান নিবার্চন কমিশন এর অধিনে। সহায়ক সরকারের প্রধান থাকবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তাই তৃনমূল সকল সমস্যা এখনই সামাধান করতে হবে। এসময় তিনি রাজাপুর ইউনিয়ন আ’লীগের নেতৃবিন্দের কথা শুনেন। পরে এই ইউনিয়নের দায়িত্ব তিনি নিজেই নিবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস সহ জেলা ও রাজাপুর ইউনিয়ন আ’লীগের শতাধিক নেতৃবৃন্দ।