ভোলায় উৎসবমুখর পরিবেশর মধ্যদিয়ে রথ যাত্রা শুরু


গোপাল চন্দ্র দে, ভোলা 

ভোলায় উৎসব মুখর  নানা আয়োজনে আজ সকালে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। ভক্তরা রথ টেনে পূন্যলাভের আশা করছেন। সকাল সাড়ে ৭টায় ভেলার   মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে প্রথম রথ যাত্রা শুরু হয় রথ টেনে নিয়ে যাওয়া হয় পাচতহবিল মন্দির মাঠে। রথ টানা উৎসবে  অংশ নেন ভোলার বিভিন্ন স্থান থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা। পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
আগামী সোমবার পাচতহবিল মন্দির মাঠ হতে উল্টো যাত্রার মধ্য দিয়ে এ রথ উৎসবের সমাপ্তি হবে।

রথযাত্রা আনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক  বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, মদন মোহন মন্দিরের সভাপতি রাম কৃষ্ণ বনিক দুলাল, সম্পাদক বিপ্লব পাল কানাই, আরটিভি  যুগান্তরের জেলা প্রতিনিধি আমিতাব রায় আপু, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জয় চন্দ্র্র দে, এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র দে সহ প্রমুখ।

উৎসবকে ঘিরে পুলিশের একটি বিশেষ দল অনুষ্ঠানটি পরিচালনায় সাহায্য করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন