এবারের বাজেটে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ বাজেট - ভোলায় ঈদ বস্ত্র বিতরন কালে বানিজ্যমন্ত্রী

আদিল হোসেন তপু,ভোলা

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটের উপর সমাপনী ভাষন দিবেন। সেই ভাষনে তিনি কতগুলো প্রস্তাব তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব যদি বাস্তবায়ন হয়, তবে এই বাজেট হবে বাংলাদেশের একালীন সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট।
শনিবার দুপুরে ভোলা সদরের ভেুদলিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের ঈদবস্ত্র বিতরনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমরা এবার যে বাজেট পাশ করব, তাতে দেশের মানুষ যে সন্তুষ্ট হবে এতে কোন সন্দেহ নেই। একটা বাজেট যখন পর্লামেন্টে দেওয়া হয়, তখন প্রস্তাব আকারে দেওয়া হয়। আলোচনার পরেই বাজেট পাশ হয়।
মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হলো ব্যবসাবান্ধব সরকার। আমাদের সাথে ব্যবসায়ীদের সু-সম্পর্ক রয়েছে। অর্থমন্ত্রী অত্যান্ত অভিজ্ঞ ও জ্ঞানী। তিনি যে বাজেট প্রস্তাব আকারে দিয়েছেন তা আলোচনার মধ্যদিয়ে পাস হবে আর সেই বাজেটেই মানুষ সন্তুষ্ট হবে তাতে কোন সন্দেহ নেই। বাজেটের যেসব বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, সেসব বিষয় নিয়ে সংসদে সদস্যরা আলোচনা করেছেন। আমরা সেই আলোচনাকে গুরুত্ব দিয়ে বাস্তব পদক্ষেপ নিয়ে সে সব বিষয় সংশোধন করব। যাতে ভোক্তা, সাধারন মানুষ ও ব্যবসায়ীদের কোন সমস্যা না হয় বাজেট নিয়ে।
তোফায়েল আহমেদ আরো বলেন, খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে না আসলেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঠেকাবার ক্ষমতা খালেদা জিয়ার নেই। ২০১৯ সালেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন পরিচালনা করবে বর্তমান নির্বাচন কমিশন। খালেদা জিয়া ২০১৪ সালে নির্বাচন বানচাল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এবারো ব্যর্থ হবেন।
মন্ত্রী আরো বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের যে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় মন্ত্রীর সাথে জেলা আ’লীগের সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আ’রীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন