ভোলা ॥
ভোলার লালমোহনে লিজা আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দুপুরে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, মাত্র দেড় মাস আগে একই গ্রামের গিয়াস উদ্দিন আহমদের ছেলে উজ্জলের সাথে লিজার বিয়ে হয়। কিন্তু রবিবার সকালে বাবার বাড়ীর রান্না ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় লিজা।
আরও জানা যায়, লিজার শ্বশুর গিয়াস উদ্দিন ও স্বামী উজ্জল ব্যবসায়ীক কারনে ঢাকায় থাকে এবং শ্বাশুরী থাকেন বিদেশে। দেশের বাড়ীতে কেউ না থাকার সুবাধে বিয়ের পর থেকে লিজা বাবার বাড়িতেই থাকতো। তাই কী কারনে লিজা গলায় ফাঁস দিয়েছে তা বলা যাচ্ছে না।
লালমোহন থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডিউটি অফিসার আব্দুস সহিদ জানান, সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।