ভোলায় যুব রেড ক্রিসেন্ট এর ৪ দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন



 ভোলা ॥
যুব রেড ক্রিসেন্টকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে  ভোলায় যুব রেড ক্রিসেন্ট এর ৪ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন  শেষ হয়েছে।
বৃহস্পতিবার  হীড বাংলাদেশ টেনিং সেন্টারে  ভোলা রেড ক্রিসেন্ট  এর ইউনিট এর ভিটুআর প্রকল্পের  আয়োজনে এই প্রশিক্ষন এর আয়োজন করা হয়।
দুপুরে প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফেকেট বিতরন করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটেরে সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।
এসময়  উপস্থিত ছিলেন  ভিটুআর প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সায়েদুর রহমান, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু তালুকদার, উপ- প্রধান-১  মো: আনোয়ার হোসেন, প্রশিক্ষন বিভাগের প্রধান প্রিন্স সাদ্দাম প্রমুখ।
 এসময় বক্তব্য  রাখেন- তানজিলুর রহমান,জান্নাতুল ফেরদাউস, আশিকুর রহমান শান্ত, উম্মে হান্না,ওসমান গনী।
এসময়  বক্তারা  বলেন,দেশ ও জাতির  দু:সময়ে দুর্যোগ,দুর্বিপাকে, ঘূর্নিঝড়, অগ্নিকান্ড সহ  নানা মুখি দুর্যোগ এর সময় রেড ক্রিসেন্ট এর যুব  সদস্যরা ঝুকিঁ নিয়ে মানবতার সেবায় কাজ করে থাকে। তাই যুব সদস্যদের বিভিন্ন প্রশিক্ষনের দিয়ে আরো দক্ষ করে গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষন এর আয়োজন করা হয়। এর ফলে যুব সদস্যরা এই প্রশিক্ষন পেয়ে আরো দক্ষ হয়ে গড়ে উঠবে।
প্রশিক্ষনে রেড ক্রস ও ও রেড ক্রিসেন্ট এর জন্ম ও ইতিহাস,নীতিমালা , অন্দোলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন ও কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারন সহ নানা বিষয় নিয়ো আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন