জেলা-ব্র্যান্ডিং কর্মশালায় বক্তারা- ভোলার পর্যটন সম্ভ্যাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে



ভোলা ॥ 
ভোলা জেলার পর্যটন সম্ভ্যাবনাকে কাজে লাগিয়ে এই জেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে  জেলা ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলাকে ব্র্যান্ডিং করার অংশ হিসেবে শুক্রবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই ব্র্যান্ডিং  কর্মশলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রীর কার্যালয়ের  জেলা ব্র্যান্ডিং বিষয়ক প্রকল্পের পরিচালক ( যুগ্ন সচিব) ড. মো: আব্দুল মান্নান।
 জেলা প্রশাসক  মোহাং সেলিম উদ্দিন এর সভাপত্বিতে  কর্মশালায় বক্তব্য রাখেন  জেলা পরিষদ এর চেয়ারম্যান  আব্দুল  মমিন টুলু।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  মনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান,  ভোলা জেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার সহ  বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন-  কুইন আইল্যান্ড অব বাংলাদেশ এই স্লোগানকে নিয়ে ভোলা জেলা পর্যটন শিল্পকে বিকাশ করার জন্য কাজ এগিয়ে চলছে।
এখন দরকার সর্বমহলের অংশ গ্রহন। এই জেলার প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ জেলা প্রচুর সম্ভ্যাবনা রয়েছে। সেই সাথে রয়েছে সাগর মোহনার রুপালি ইলিশ,  দ্বীপের মধ্যে রয়েছে ছোট ছোট অনেক দ্বীপ। বিশেষ করে চর কুকরী মুকরী  কে গিরে ঘরে  গড়ে তোলা হবে   অপার সম্ভ্যাবনাময় পর্যটন কেন্দ্র। আর একই সাথে  ভোলার  ব্র্যান্ডিং লেগো  সরকারি, বে-সরকারি প্রকাশনায় ব্যাবহার করা, স্কুল- কলেজ পর্যায়ে ভোলা কে ব্র্যান্ডিং করার উপর আলোচনা সভার আয়োজন করা, বৈশাখে প্রথম দিন ব্র্যান্ডিং দিবস উদযাপন করা সহ নানা আয়োজনের কথা উঠে আসে এই আলোচনায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন