ভোলা:
‘দ্বীপের রাণী ভোলা’ ব্রান্ডকে পর্যটকদের কাছে জনপ্রিয় করে তোলার মিশনে ভোলার পর্যটনদ্বীপ কুকরী মুকরী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন সদস্যের প্রতিনিধিদল। শনিবার (১৫ জুলাই) তাঁরা ম্যানগ্রোভ বাগান অধ্যুষিত পর্যটনদ্বীপ কুকরী-মুকরী পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন- প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক ড.মো.আবদুল মান্নান, সিনিয়র সচিব শিরিন শবনম এবং উপ-সচিব মো.মামুনুর রশীদ ভূঁইয়া।
কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, দ্বীপজেলা ভোলার পর্যটন শিল্প প্রসারের লক্ষ্যে দ্বীপের রাণী ভোলা ব্র্যান্ডকে পরিচিত করে তোলার জন্য সপ্তাহব্যাপী ব্র্যান্ডউৎসব চলছে। এই ব্র্যান্ড উৎসবের অংশ হিসেবে শনিবার প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের কর্মকর্তারা পর্যটনদ্বীপ কুকরী-মুকরী পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা ম্যানগ্রোভ বাগান, সাগারের ঢেউ আছড়ে বালির সৈকত, জেলের জালে ইলিশ শিকার, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, রেষ্টহাউজ, পাখির ঝাঁক, নারিকেল বাগান, বালুরধুম, ম্যানগ্রোভ বাগানের মহিষের পাল এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মুজাহিদুল ইসলাম, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো.মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভুমি) আমীনুল ইসলাম, এবং কুকরী-মুকরীর চেয়ারম্যান হাসেম মহাজন তাদের সাথে ছিলেন।