ভোলা:
ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) রাতে শহরের নতুন বাজারস্থ শেরে-ই বাংলা মার্কেট ২য় তলার জেলা পুজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সাধারন সম্পাদক জয় দে, যুগ্ম সম্পাদক অচিন্ত মজুমদার, সাংগঠনিক সম্পাদক রাজন সাহা, সদস্য প্রনয় সাহা প্রমুখ।
দুর্গোৎসকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা পুজা উদযাপন পরিষদকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানিয়ে বলেন, একটি শক্তিশালী কমিটি গঠন করার মাধ্যমে শান্তিপূর্ন পরিবেশে পুজা সম্পন্ন করা সম্ভব। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে কুব দ্রুত কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।