এম মইনুল এহসান ॥
ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী স্বপ্নের সেতু ‘বাঘমারা’ ব্রীজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) দুপুরে উৎসবমুখর পরিবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর উদ্বোধন করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্বে মন্দাভাব থাকা স্বত্ত্বেও রপ্তানি কোন প্রভাব পড়বে না কারন দেশে পন্য রপ্তানি হার নির্ধারন করা ৪১ বিলিয়ন ডলার। দেশে রপ্তানির প্রবৃদ্ধি বেড়েছে। তাই আগামীতে যে কোন সময়ের চেয়ে রপ্তানি হার বৃদ্ধি পাবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেছেন, যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে তারা হাওয়া ভবন থেকে প্রধানমন্ত্রীকেও হত্যা করার চেষ্টা করেছিলো। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় মন্ত্রী আগামী নির্বাচনে ভোলার চারটি আসনে আ’লীগ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, প্রধানমন্ত্রী জামাতা প্রকৌশলী মাশরুর হোসেন মিতু, ভোলা জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। পরে মন্ত্রী ভোলার বোরহানউদ্দিনে গ্যাস কুপের খন কাজের উদ্বোধন করবেন।