6/recent/ticker-posts

ভোলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত



এম মইনুল এহসান, ভোলা টুডে ডেস্ক:
জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০১৭ এর জেলা পর্যায়ে বিজয় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) সুব্রত কুমার সিকদার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহামুদর রহমান। প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকেই পৃথক পৃথক বৈশিষ্ট্যের তৈরী করেছেন। প্রত্যেক মানুষেরই মেধা আছে একেক রকমের, একেক ধরনের। অনেকে মনে করেন তার মেধা নেই, যোগ্যতা নেই। বিশেষ করে শিক্ষার্থীরা। তাই তারা প্রায় সময় হতাশা, হীনমন্যতাই ভোগে। শিক্ষকদের দায়িত্ব হল শিক্ষার্থীদের মেধাকে পরিমাপ করা, মেধা অনুযায়ী বেড়ে উঠার সুযোগ দেওয়া। তাহলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিনত হবে। এসময় তিনি আরো বলেন শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের জন্য শিক্ষক, পরিবারের সদস্যদের বিশেষভাবে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের মাঝে যদি নৈতিক চরিত্র না থাকে তাহলে তারা শিক্ষিত হলেও দেশের জন্য কোন কল্যান বয়ে আনবে না। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের আহব্বান জানান।
এ সময় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০১৭ এর জেলা পর্যায়ে বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। প্রতিযোগিতায় ভোলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এর প্রধান হিসাবে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভিন আখতার (কলেজ), পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সুফিয়ান মো: সফিকুল্লাহ (মাদরাসা), ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব (স্কুল), ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউল হক (কারিগরি), শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.শফিকুল ইসলাম মোল্লা,  শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসাবে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম র্নিবাচিত হন। হামদ নাত প্রতিযোগীতায় জেলায় শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে বিজয়ী হয়েছেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্রী সানজিদা হোসেন এশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় টিভির জেলা প্রতিনিধি মো: নাছির লিটন। এসময় ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments