6/recent/ticker-posts

“ভেজালে সয়লাব হয়ে গেছে দেশ” ভোলায় সেমিনারে বক্তাদের অভিমত


গোপাল চন্দ্র দে।।
ভোলায় ক্যাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা সতর্ককরন সেমিনার।



আজ ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বুধবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, খাদ্যে ভেজাল এখন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে মানুষের শরীরে মরণব্যাধি ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিস, কিডনি নষ্টসহ বিভিন্ন রোগ-বালাই বেড়েছে। মানুষকে ধীরে ধীরে নিঃস্ব করে দিচ্ছে। যাকে বলে সাইলেন কিলার। এমন কোন খাদ্য নেই যে খাদ্যে ভেজাল নেই। সব খাদ্যেই ভেজাল দেওয়া হচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বিভিন্ন খাদ্যে ভেজাল মেশাচ্ছে। ভেজাল খাদ্য প্রত্যেকের রন্দ্রে রন্দ্রে পৌঁছে গেছে। ভেজালে সয়লাব হয়ে গেছে দেশ। খাদ্যে ভেজাল রোধে সবাইকে আরো সচেতন হতে হবে। জনগনকে ঐক্যবদ্ধ হয়ে ভেজাল প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তৃতা দেন সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার ও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির। ক্যাব ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজির হোসেন, ভোলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান, সাংবাদিক আফজাল হোসেন, জুন্নু রায়হান, শিমুল চৌধুরী, কোস্ট ট্রাস্ট কর্মকর্তা মিজানুর রহমান, ব্যবসায়ী নেতা মোঃ শাহজাহান, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন প্রমূখ।

Post a Comment

0 Comments