ভোলা টুডে রিপোর্ট ।।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে তাতে বিদ্যুতের একাধিক পাওয়ার প্লান্ট, সার কারখানা এবং গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।
ইতোমধ্যে বড় বড় শিল্প উদ্যোক্তরা বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এখানে আরো একটি গ্যাসকূপ খনন এবং পর্যাপ্ত গ্যাস মজুদের আশা প্রকাশ করে তিনি বলেন, ভোলা হবে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনাম অর্জন করেছেন। তিনি মাদার অব হিউমিনিটি উপাধি পেয়েছেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রীর সহধর্মীনি মিসেস আনোয়ারা আহমেদ, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।