বিএনপির সব কিছুতেই যেন আপত্তি॥ বাবুল মোল্লার মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বাণিজ্যমন্ত্রী


আদিল হোসেন তপু ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সবকিছুতেই আপত্তি, সব কিছুতেই না। প্রধানমন্ত্রী রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে যেভাবে বুকে টেনে নিয়ে আশ্রয় দিয়েছেন এতে সমস্ত বিশ্ব আজ মুগ্ধ। সবাই তার প্রশংসা করে। কিন্তু এটি বিএনপির পছন্দ হয়না, তারা শুধু সমালোচনাই করে। তাদের সব কিছুতেই আপত্তি। শুক্রবার (২৭ অক্টোবর বিকালে শহরের বাংলাস্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লার মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশালী নেতা। তিনি শুধু দেশের নয় সারা দুনিয়ার নিপিড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে, এ সরকার অন্তবর্তীকালীর সরকার হিসাবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনকে সাহায্য করবে। নির্বাচনী আইন হবে অত্যান্ত যুগোপযোগী। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেকে এখন বলা হয় উন্নয়নের রোল মডেল এবং গ্রামীন অর্থনীতি বিশ্বের মধ্যে অনেক চমৎকার।

তিনি বলেন, সদরের ১৩টি ইউনিয়ন, জেলার ৫টি পৌরসভায় এবং চারটি সংসদীয় আসনে আমাদের আওয়ামী লীগের এমপি রয়েছে। এসব আসনে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। বিএনপি’র সমালোচনা করে তিনি বলেন, তারা দলীয় নেতাদের অন্যায় নির্যাতন এবং হয়রানী করেছিলো। কিন্তু আমরা এসবের কিছু মনে রাখিনি, আমরা সকলের সাথে সহমর্মিতা নিয়ে কাজ করতে চাই। এ সময় বাণিজ্যমন্ত্রী ওবায়দুল হক বালুব মোল্লার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন বলেন, বাবুল মোল্লা একজন প্রকৃত রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন, ভোলা শহরের একজন গণ্যামান্য কৃতি সন্তান। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। যার আচার, আচারন ছিলো মার্জিত, দুর্ব্যবহার কাকে বলে সেটা তিনি জানতেন না। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। তার এই কর্মের জন্য ভোলার মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে।

স্মরণসভার সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু। এসময় বক্তব্য রাখেন, বিজিএমইএর পরিচালক শহিদুল হক মুকুল মোল্লা, বিজিএমইএর সাবেক সভাপতি শহিদুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি পিপি এ্যাড: সৈয়দ আশরাফ হোসেন লাভু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মরহুম বাবুল মোল্লার ভাই হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সম্পাদক মোঃ শাহে আলম প্রমুখ।

সভার সঞ্চালনা করেন সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার। এর আগে সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে এসে উপস্থিত হন। নেতাকর্মীদের আগমনে সভাস্থল যেন জনসমুদ্রে পরিনত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন