মনপুরার মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ


মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরার মেঘনায় মৌসুমের শেষ পর্যায়ে জেলেদের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বেলাল মাঝির ইলিশ জালে ধরা পড়েছে এই মৌসুমে সবচেয়ে বড় রাজা ইলিশ মাছ। পরে রাত ৮ টায় বেলাল মাঝি রাজা ইলিশটি বিক্রি করতে রামনেওয়াজ মৎস্য ঘাটে নিয়ে আসলে উৎসুক জনতার ভীড় জমে। এত বড় ইলিশ মাছ মৌসুমের শেষে ধরা পড়ায় সবাই হতবাক।


জানা যায়, বেলাল মাঝির জালে ধরা পড়া ৩ কেজি ওজনের রাজা ইলিশটি রামনেওয়াজ মৎস্য ঘাটে আনলে বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী ও আড়ৎদার মোঃ ফরহাদ হাওলাদার সর্বোচ্চ দাম হাকিয়ে ১০ হাজার ৩ শত টাকা দিয়ে ক্রয় করেন।
এব্যাপারে মৎস্য আড়ৎদার ও বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী মোঃ ফরহাদ হাওলাদার বলেন, সবচেয়ে বড় ইলিশ মাছটি কিনতে পেরে আমি খুব আনন্দিত। আমি ইলিশ মাছটি আমার প্রিয় নেতা পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এম.পি কে উপহার দিব।

উল্লেখ্য, গত বছরেও রামনেওয়াজ মৎস্য ঘাটে জেলেদের জালে ধরা পড়েছিল সাড়ে তিন কেজি ওজনের রাজা ইলিশ। সেই সময় মৎস্য ব্যবসায়ী কোরবান আলী মাছটি ক্রয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন