গোপাল চন্দ্র দে, ভোলা ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে যেভাবে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিলো পুলিশ, র্যাব ও বিজিপি দক্ষতার সাথে তা মোকাবেলা করেছে। হলি আটিজম ও শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গিবাদের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার কারনে দমন হয়েছে। একারনেই আইন শৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।
কমিউনিটি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ভুমকিা পালন করার পাশাপাশি মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে।
আজ (শনিবার) সকালে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেণ, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেতা নন তিনি আন্তজার্তিক বিশ্বে একজন খ্যাতিমান নেতা। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবতার সেবা দিয়ে তিনি সারাবিশ্বে প্রশংসা অর্জন করেছেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় পুলিশকে কাজ করার আহব্বান জানান।
জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, কোস্টগার্ড কমান্ডার ক্যাপ্টেন মো: মোসায়েদ, আভি কমান্ডার জানে আলম সুফিয়ান, কমিউনিটি পুলিশিং আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, চেম্বার পরিচাক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং সদস্য অধ্যক্ষ সাফিয়া খাতুন এবং এসআই রাসেলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এরআগে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবদুর রব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে দেয়াল পত্রিকা তৈরী করে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিকর্মী তালহা তালুকদার বাঁধন।