ভোলায় ফুলদিয়ে নতুন ভোটারদের বরন করে নিলেন মেয়র মনিরুজ্জামান মনির


গোপাল চন্দ্র দে ॥
ভোলা পৌরসভার নতুন ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আজ ২৯ অক্টোবর (রবিবার) ভোটার হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
এসময় নতুন ভোটারদের মিষ্টি মুখ এবং ফুল দিয়ে বরন করেন মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।


এসময় মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, আজকে যারা ভোটার হলো তরাই আগামীদিনে দেশের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে। দেশেকে সঠিক নেতৃত্বে সহযোগীতা করবে। আমি আমার এবং ভোলা পৌরসভার পক্ষ থেকে নতুন ভোটারদের অভিনন্দন জানাই এবং তাদের উজ্বল ভবিষ্যৎ কামনা করি।

রবিবার সকাল ১০টা থেকে ভোলা পৌরসভা কার্যালয়ে ২০১৭ সালের ভোলা পৌরসভার ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৮টি বুথে নতুন ভোটারদের তথ্যহালনাগাদ ও ছবি তোলা হয়।

আজ আজ ২৯ অক্টোবর (রবিবার) শুরু হওয়া হালনাগাদ কার্যক্রম চলবে আগামীকাল ৩০ অক্টোবর (সোমবার) পর্যন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন